নাগরপুরে অ্যাড. আ: রহমান সুপ্রীম কোর্টের আইনজীবী হলেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ৪৭৪

টাংগাইলের নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কৃতিসন্তান গত ২৩/৮/২০২৩ ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষের সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে তালিকা ভুক্তি হয়েছেনমোঃ আব্দুর রহমান। বেকড়া আটগ্রাম ইউনিয়নের বারাপুষা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন এর একমাত্র ছেলে। 

মোঃ আব্দুর রহমান ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকার সাধারণ জনগণ আনন্দে আনন্দিত হয়ে নব্য এ আইনজীবীর দীর্ঘায়ু কামনা করেন।  বর্তমানে তিনি এলাকার বয়োবৃদ্ধদের মুখে এ্যাড. মো. আব্দুর রহমান প্রশংসায় পঞ্চমুখ। 

বেকড়া আটগ্রাম ইউনিয়ন  পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শওকত হোসেন জানায় বেকড়া আটগ্রাম ইউনিয়ন এলাকায় এই প্রথম বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হলেন। তার এই কৃতিত্বে বেকড়া ইউনিয়ন বাসী গর্বিত ও আনন্দিত।

তাহার এই সফলতায় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্য অভিনন্দন জানিয়ে। অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে  প্রেসক্লাব এর সভাপতি জনাব মোঃ আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক জনাব মোঃ এরশাদ মিয়াসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে মোঃ আব্দুর রহমান সাংবাদিকদের জানান, মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রথমে মহান আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া জানিয়েছেন এবং দেশের সেবায় এবং মানুষের সেবায় ও  নিজেকে আমৃত্যু আইনী সেবায় নিয়োজিত রাখতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।