নাগরপুর উপজেলা গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, বুধবার, ৯ আগস্ট ২০২৩ | ৫৬১

প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ২২, ১০১টি বরাদ্দকৃত ঘর সমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন ও হস্তান্তর করেন। নাগরপুর উপজেলার ৩৮টি ঘর হস্তান্তর করে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স সরাসরি সম্পপ্রচার করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৮টি গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ ভূমির দলিল তুলে দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এসময় টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হাসান ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।