শাহজাহান আনছারী জেলার

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | ৪১৮

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার করটিয়া নাগরিক কমিটির উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আশরাফউজ্জামান স্মৃতি, সংবর্ধিত অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই শাহজাহান আনছারীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। 

এ সময় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আওয়ামী লীগ সব সময় শান্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকান্ড করেছে পদ্মা সেতুসহ তার সুফল কিন্তু আওয়ামী লীগ ভোগ করে না, বিএনপির সকলেই এর সুফল ভোগ করে। এসব মাথায় রেখেই তারা অরাজকতা করবেন অবশ্যই কারন তাদের অতীত ইতিহাসটা তাই বলে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান আনছারী শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তারানা হালিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, তারা সন্ত্রাস করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছেন, আমাদের নেতৃর উপর ২১ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। তিনি যেন মারা যান সেটাই উদ্দেশ্য ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলা।