টাঙ্গাইলে আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:১২ পিএম, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৭০

বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

সম্মেলনে কর্মীদের মাঝ থেকে জাতীয় মানবাধিকার পদক ও টাঙ্গাইল শ্রেষ্ঠ মানবাধিকার পদক প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরিফুল হক।

বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নগরের গভর্নর সিকান্দার আলী সাইদ, টাঙ্গাইল জেলা সিনিয়র কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন। সম্মেলনে টাঙ্গাইল ও জামালপুর জেলা ও উপজেলার মানবাধিকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।