বাঁধের নির্মাণ কাজ শুরু,কথা দিয়ে ছিলাম কথা রেখেছি-এমপি ছানোয়ার


টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের নৌকার কারণে আজ টাঙ্গাইলে উন্নয়ন দৃশ্যমান।আমি ক্ষমতায় আসার পর বিগত বছরের চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছি। আমি ঢাকাতে ঘুরে ঘুরে অন্য যে কোন উপজেলার চেয়ে আমার উপজেলায় সবচেয়ে বেশি প্রকল্প এনেছি। আমি ইতিমধ্যে কথা দিয়েছিলাম যে এই পশ্চিম টাঙ্গাইলের চরঞ্চালবাসীকে যমুনা করাল গ্রাস থেকে রক্ষা করার জন্যে আগামী বর্ষার আগেই বাঁধের কাজ নির্মাণ শুরু করবো। আমি কথা রেখেছি।টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলাবাসীকে যমুনা নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষাকল্পে "Flood and Riverbank Erosion Risk Management Investment program (Project) " শীর্ষক প্রকল্পে আওতায় মাহমুদ নগর, কাতুলী,স্থলচর,সদিয়া চাঁদপুর,হুগড়া ও কাকুয়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীর বামতীর বরাবর জিও ব্যাগ দ্বারা Under Water নদীর তীর প্রতিরক্ষামুলক ১৮.৪৫০ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যা সকলের নিকট এখন দৃশ্যমান।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী,মাহমুদনগর,ছিলিমপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের কারণে আজ নৌকার ভোটার বেড়েছে ভোট বেড়েছে। আওয়ামীলীগ সুসংগঠিত হয়েছে। এ উন্নয়নের ফলে টাঙ্গাইল এখন আওয়ামীলীগের দূর্গে পরিণত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক।
এসময় এ তিনটি ইউনিয়ন বিভিন্ন পেশার ৬০০ জন মানুষের মাঝে এ ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।