ঘাটাইলে নবাগত জেলা প্রশাসককে সাথে মত বিনিময় সভা


টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকমর্তা,কর্মচারী জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ সুধী সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,ছাত্রছাত্রী ব্যবসায়ী সহ সমাজের বিভিন্নন পেশার কর্মচারীদের নিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান শহিদুল ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইমলাম লেবু,পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি,লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার,উপজেলা স্বাস্থ্য (পঃপঃ) কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান প্রমুখ।