টাঙ্গাইলে জেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন


শ্রমিকদের মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাসুম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সামাল ও কার্যকরি সভাপতি হুমায়ন কবির।
এ সময় জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, গত ৪ মার্চ রাতে মফিজ ও অপূর্ব গংরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শ্রমিক ভাইয়ের কাছে গিয়ে এক লাখ টাকা দাবি করে। এ ছাড়াও তাদের বেধরক মারধর করা হয়। তাই এ ঘটনার নিন্দাসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।