মসজিদ-মন্দিরের উন্নয়নের বালু নিলামে  কমিটির পক্ষে মামলা দায়ের

কালিহাতীর ইউএনও’কে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৬২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নিবাহী অফিসারকে (ইউএনও) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। উপজেলার পৌলী এলাকার মসজিদ ও মন্দিরের জন্য উত্তোলিত বালু নিলামে বিক্রি করায় কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।  

কালিহাতী থানা সহকারী জজ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর পৌলী দক্ষিণপাড়া জামে মসজিদ ও সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য নিজস্ব ভূমি থেকে বালুমাটি উত্তোলন করে এলাকাবাসী। বালুগুলো স্তুপ আকারে রাখা হয়। স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা মন্দির ও মসজিদ কমিটির অগোচরে মাটিগুলো নিলামের প্রক্রিয়া করেন। নিলামের খবর পেয়ে মসজিদ-মন্দির কমিটির পক্ষ থেকে উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ২০ অক্টোবর/২২  আবেদন করা হয়। প্রেক্ষিতে নির্বাহী অফিসার ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে নির্দেশ দেন। সার্ভেয়ার মজিবর রহমান তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করেন। 

পৌলী দক্ষিণপাড়া জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক লাভলু মন্ডল বলেন, মসজিদ-মন্দিরের উন্নয়নের জন্য উত্তোলিত বালু নিলামে বিক্রি করায় আদালতে মামলা দায়ের করেছি। আদালত ইউএনও স্যারকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তারপরেও বালু ব্যবসায়ীরা বালু বিক্রি করছে। পরে আবার আমি ১৪৪ ধারা জারির আবেদন করেছি। মসজিদ-মন্দির উভয় কমিটির পক্ষে মামলা পরিচালনার দায়িত্বও লাভলু মন্ডলকে দেয়া হয়েছে বলে তিনি জানান।  

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও ড্রেজড মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হুসেইন কালের কণ্ঠকে বলেন, নিয়মানুসারে পত্রিকায় দরপত্র আহ্বান করে বালুমাটি বিক্রি করা হয়েছে। এ থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমাও দেয়া হয়েছে। কিছু ব্যক্তি মসজিদ-মন্দিরের নামে বালু উত্তোরন করে আত্মসাৎ করার চেষ্টা করছিল। শোকজের জবাব আমরা সময়মতো আদালতে প্রেরণ করব। 

উল্লেখ্য, ১১ লাখ ২৮ হাজার ৯৬০ ঘনফুট বালু ধার্য করিয়া পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

একই এলাকার পৌলীতে নির্মাণাধীন রাস্তায় বালুবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পৌলী ও স্বরূপপুর গ্রামের জনসাধারণ। মানববন্ধনে পৌলী-স্বরূপপুর-বড় বাশালিয়া গ্রামের ৩ শতাধিক জনসাধারণ অংশ নেয়। 

এদিকে, কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে তেমন তৎপরতা না থাকায় এ বালু উত্তোলন চলছে। এ বিষয়ে ইউএনও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।