মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুুতি সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯ পিএম, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৫৫
টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা ভূমি মো: আরিফুর রহমান, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম,শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, অধ্যাপক মতিয়ুর রহমান খান,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান হিরা,বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দার,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মো: ফজলুর রহমানসহ  সভায় বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।