বাসাইলে বই বিতরণ উৎসব পালিত


শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে নতুন বছরে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে ।
রবিবার (১ জানুয়ারি) সকালে সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণের এর শুভ উদ্বোধন করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে বই বিতরণ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাবুল হাছান, একাডেমিক সুপার ভাইজার আল আমিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীগণ।
পরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠােন এ বই বিতরণ ও উৎসব পালন করে স্কুল কর্তৃপক্ষ।