বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক, বন্ধ নিয়ে ফেসবুকে গুজব


বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। সেতুতে কোন প্রকার সংস্কার কাজও হচ্ছে না। অথচ বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে “বৃহস্পতিবার সকাল ৬টা হতে ১০ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে”। বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ায় ফেসবুক ব্যবহারকারীরাও নিজেদের আইডিতে সেটি পোস্ট করছেন। তবে সেতু কর্তৃপক্ষ বলছে, সেতুতে কোন ধরনের সংস্কার কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।
জানা যায় অন্যান্য দিনের তুলনায় গতকাল বুধবার থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল কমেছে। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন কম চলাচল করছে। তবে যাত্রীবাহি বাসের পাশাপাশি চলাচল কমেছে মালবাহী পরিবহনগুলোও।
সেতু কর্তৃপক্ষ জানায় রাত ১২ টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩ টা পর্যন্ত ১০,৭০৩ টি যানবাহন পারাপার হয়েছে। গতকাল (৭ ডিসেম্বর) ২৪ ঘন্টায় সেতু দিয়ে ১৭,৭৬০ টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসে নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে কোন সংস্কার কাজ হচ্ছে না। এছাড়া সেতুতে যথারীতি গাড়ি চলাচল করছে। বন্ধ থাকার কোন কারণ নেই। সেতুতে যানবাহন চলাচল বন্ধ নিয়ে ফেসবুকে এধরনের প্রচারণা আমাদের দৃষ্টিগোচর হয় নি। এটা গুজব ছড়ানোর জন্য ফেসবুকে প্রচারণা করা হচ্ছে হয়ত।
টাঙ্গাইলের অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসড়ক ও ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।