মওলানা ভাসানীর মতো আর মানুষ এই অঞ্চলে আর জন্মাবে না- কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৩৯৩

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, মওলানা ভাসানীর মতো আর মানুষ এই অঞ্চলে আর জন্মাবে কিনা জানি না। সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। একজন অসহায় এতিমের মতো তিনি টাঙ্গাইলে এসেছিলেন। ছেলে বয়সেই তার বাবা মা হারিয়েছিলেন। নাসির উদ্দিন বাগদারির কাছে কিছু সময় থেকে বড় হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় মওলানা ভাসানীর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে টাঙ্গাইল শহরের সন্তোষে তার মাজারে ফুল দিতে এসে সাংবাদিকর সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি খুব সম্ভবত মহাসম্মেলনে ৫৭ সালে টাঙ্গাইল থেকে দৌড়ে সন্তোষে এসেছি, আবার গিয়েছি। হুজুর ভাসানীসহ যারাই দেশের মানুষের জন্য কাজ করেছে, তাদের কারোরোই যথাযথ মর্যাদা হয়নি। ভাসানীর কবরের পাশে যে মসজিদ আছে, সেটি বাংলাদেশের মধ্যে অবহেলিত, অনাদৃতত মসজিদ। সব কিছু কেমন যেন খাপছাড়া খাপছাড়া ভাব।

তিনি বলেন, আমরা যে চিন্তা নিয়ে, যে ভালবাসা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে তার কিছুই নাই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না। শুধু কথা ও যা কিছু তা বলতে পারলেই স্বাধীনতা নয়। মানুষের স্বাধীনতা হচ্ছে মানুষের মর্যাদাবোধ, মানবিকবোধ ভালবাসা। সবার কাছে আহ্বান জানাবো মানুষকে ভালবাসতে ও সম্মান জানাতে। কাগমারি থেকে ভাসানীর মাজার পর্যন্ত আসলাম রাস্তায় তেমন কেউ নেই। মনে হচ্ছিলো দেশটা কেমন ঘুরে গেলো। মানুষের অন্তরে যদি শ্রদ্ধা ভালবাসা থাকতো তাহলে ভাসানীর এখানে দেহ ত্যাগ করা স্বার্থক হতো। মানুষকে সম্মান করতে হবে, প্রবীণদের সম্মান করা শিখতে হবে। মওলানা ভাসানীর মতো মানুষকে যদি আমরা যথাযথ সম্মান দিতে না পারি তাহলে  বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে পারবো না।

খুব কষ্ট হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গন্ধু, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা জিয়াউর রহমান, যদি কখনও জাতীয় পার্টি ক্ষমতায় এলে জাতির পিতা হুসেইন মোহাম্মদ এরশাদ হবে। এই যে আমাদের দ্বৈন্দতা এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সম্মান করতে পারি, মানুষের অভাব বুঝতে হবে, মানুষের কষ্টকে হৃদয় দিয়ে লালন করতে পারি, তাহলেই হবে মওলানা ভাসানীর জন্মদিন, মৃত্যুদিন পালনের স্বার্থকতা। মওলানা ভাসানীর ইসলামি বিশ্ববিদ্যালয় করার খুব শখ ছিলো। শেষ পর্যন্ত সেটা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখান থেকে যদি মানুষ তৈরি হয়, মানুষের সেবক তৈরি হয় তাহলে মনে হবে হুজুরের চাওয়া স্বার্থক হয়েছে। আমাদের শ্রদ্ধা স্বার্থক হয়েছে।

বঙ্গবীর আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ভাল না হয়। ৫৪ ও ৭০ এর মতো না হলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ।