টাঙ্গাইলে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, শনিবার, ৫ নভেম্বর ২০২২ | ৪২৩

”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের মতো টাঙ্গাইলেও ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার ( ৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত ও সেরা সমবায়ী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।