টাঙ্গাইলে কৃষি প্রণোদনা পাচ্ছে ৫০ হাজার কৃষক


টাঙ্গাইলে চলতি মৌসুমে দফায় দফায় বন্যা ও বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে জেলার ১২ উপজেলায় এবার কৃষি প্রণোদনা পাবেন প্রায় ৫০ হাজার কৃষক।
প্রণোদনার মধ্য রয়েছে- ভুট্টা, গম, সূর্য্যমুখী, সরিষা, খেসারি কালাই ও মসুর ডাল বীজ। এগুলো ছাড়াও বসত-ভিটায় পারিবারিক পুষ্টি বাগান চাষীরাও বিভিন্ন ধরণের সবজি বীজ প্রণোদনা হিসেবে পাবেন।
জানা যায়, জেলার ১২ টি উপজেলায় বন্যায় ও বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চলের কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়ে। চলতি মৌসুমে বন্যায় সকল ধরণের রবি ফসল নষ্ট হয়ে গেছে। মাসখানেক আগে ভুট্টা, মাশকালাই, বাদাম রোপা আমন বপন করেছিল কৃষকরা। সেগুলোও নষ্ট হয়ে যায়। এসব ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে সকল ধরণের বীজ প্রণোদনা দেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার জানান, এ বছর ৬টি ফসলের প্রণোদনা এসেছে। এতে প্রায় ৫০ হাজার কৃষক প্রণোদনা পাবেন। আগামী সপ্তাহে আমরা এ প্রণোদনার জিও হাতে পাব, ইতি মধ্যে আমরা আগাম কৃষকদের জানিয়ে দিয়েছি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রকৃত পক্ষে যারা কৃষক তাদের তালিকা করতে বলা হয়েছে। এবং সম্প্রতি যে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরও আমরা এই প্রণোদনা দিব।
তিনি আরোও বলেন, বিভিন্ন ভরাতের মাধ্যমে জানা যাচ্ছে আগামীতে কিছু কিছু দেশে খাদ্যের অভাব দেখা দিতে পারে সে জন্যই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় শুধু টাঙ্গাইলে না সারা বাংলাদেশে এ প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক থেকে দু’সপ্তাহের মধ্যে কৃষি প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। ক্ষতিগ্রস্থ পারিবারিক পুষ্টি বাগান চাষীরাও কৃষি প্রণোদনা সবজি বীজ পাবেন। গত বছর টাঙ্গাইলে আমরা ১ লক্ষ ৭৮ হাজার কৃষককে ১০টি ধাপে জিও এর মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার প্রণোদনা দিয়েছিলাম।