শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ডাকসু ভিপির আহ্বান 

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ এএম, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | ৪০৭

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার বিকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের কাছে যান নুরুল হক। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।

ছাত্রদের আন্দোলনকে অন্য খাতে নেয়ার চেষ্টা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক।

সকাল ৮টার দিকে ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।

তখন থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। তাদের দাবি, খুব শিগগিরই এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে এবং রাজপথে যানবাহন চলাচলে শৃংখলা ফিরিয়ে আনতে হবে। রাজপথে শৃংখলা না থাকার জন্য দায়ী ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের অপসারণ করতে হবে। নির্দিষ্ট করে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ঢাকা উত্তর বিভাগের উপ কমিশনারের অপসারণ চেয়েছে।

এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপরও শিক্ষার্থীরা শান্ত হয়নি। তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত কোন যথাযথ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে কোন সুনির্দিষ্ট আশ্বাস দিবে না, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা বলেছে, তাদের আন্দোলন শান্তিপূর্ণ, প্রশাসন বা কোন বাহিনী যদি এই আন্দোলনে সহিংসতা করার চেষ্টা করে, তার জন্য তারাই দায়ী থাকবে।

দুপুরের দিকে একটি গাড়িতে আগুন দেয়া হয়েছিল, সাথে সাথে শিক্ষার্থীরাই তা নিভিয়ে ফেলেন। তারা বলেছেন, তারা এই আন্দোলন এবং অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবে।