জেলা পরিষদ নির্বাচনে দেলদুয়ারে মোর্শেদ জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ৩৬৬

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ০৯ নং ওয়ার্ড (দেলদুয়ার উপজেলা) হতে মোঃ মোশারফ হোসেন মোর্শেদ বিজয়ী হয়েছেন। 

সোমবার উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সকাল ৮টা ৩০ মিনিট হতে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২টায় ভোট গ্রহণ শেষ হয়।

মোট ১০৭ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

যার মধ্যে দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মোর্শেদ ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দী এস প্রতাপ মুকুল ৪৪ ভোট পেয়েছেন। মোঃ গোলাম কিবরিয়া ১০ ভোট এবং স্থানীয় শিক্ষক শ্রী প্রভাংশু রঞ্জন সোম বিকাশ পেয়েছেন ০১ টি ভোট। 

মোঃ মোশারফ হোসেন মোর্শেদ জানান, এ বিজয় আমার একার নয়, এই বিজয় দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের বিজয়, এই বিজয় দেলদুয়ার উপজেলার সকল চেয়ারম্যানগণ ও মেম্বারগণ সহ সমস্ত দেলদুয়ার বাসির।লদুয়ার বাসীর উন্নয়নে আমি সদা প্রস্তুত।