কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, শনিবার, ১ অক্টোবর ২০২২ | ৫৩৫

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০২২  অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ অক্টোবর ) সকালে খাস কাকুয়া উচ্চ বিদ্যালয়ে  মাঠে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫  আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান।  প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাওার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল  হক,যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক  জামিলুর রহমান মিরণ, সুভাস চন্দ্র সাহা, ধর্ম বিষায়ক সম্পাদক  বদিউজ্জামান বদি ফারুক,  আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম, টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক  ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন  প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগে প্রেসিডিয়াম সদস্য এড্যা. মামুনুর রশীদ মামুন।