টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক রৌফ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৭৭৭

এস এম সিরাজুল হক আলমগীরকে সভাপতি ও এম এ রৌফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমনের নাম ঘোষণা করা হয়।

 সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।