কালিহাতীতে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন রামরু


কোভিড ১৯-এর কারনে ফিরে আসা ক্ষতিগ্রস্ত অভিবাসী ও তাদের পরিবাবের মাঝে সহায়তা সামগ্রী বিতরন করেছে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু।
মাইগ্রেশন ফোরাম ইন এশিয়া ও আইওএম এর সহযোগিতায় রামরু এই কার্যক্রম করছে। রবিবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শতাধিক ক্ষতিগ্রস্ত অভিবাসী পরিবাবের মাঝে এই সহায়তা বিতরন করা হয়।
পাইকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন এর সভাপতিত্বে সহায়তা সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামরু'র পরিচালক মেরিনা সুলতানা, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদু্ল ইসলাম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের প্রতিনিধি শামীমু্ল ইসলাম, রামরু'র জেলা মাঠ কর্মকর্তা নাজমা আক্তারসহ অনেকে।
এ সময় তাদেরকে পুনরবাসনের জন্য ছাগল, সেলাই মেশিন, মুদি দোকান সামগ্রী, ইলেকট্রিক সামগ্রীসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।