হাজী আবুল হোসেন এর ২৬ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও  দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৭৯০
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক এবং প্রখ্যাত দানবীর,সমাজসেবক,বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আবুল হোসেন এর ২৬তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও  দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১০ সেপ্টেম্বর)  সকালে হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম হাজী আবুল হোসেন এর পুত্র টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন। 
 
হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান,কৃষি ও সমবায় সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঞ্জ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান প্রমুখ।
 
আলোচনা শুরুতেই মরহুম হাজী আবুল হোসেন এর ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণিকা উম্মোচন করা হয়।অনুষ্ঠান শেষে জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর সালাউদ্দিন  হায়দার।