মির্জাপুরে ইয়াবা, চোলাই মদ ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ৬


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে ৭৮৭ পিস ইয়াবা, ২৪৫ লিটার চোলাই মদ ও ছিনতাই হওয়া ২৫ হাজার টাকাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মুনসুর মুসা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান। এ সময় মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার এসএম মুনসুর মুসা জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান পাড়ায় অভিযান চালিয়ে ২৪৫ লিটার চোলাই মদসহ ওই গ্রামের আব্দুল করিম (৫৫) ও পাশ্ববর্তী তেলিনা গ্রামের ওমর মীরকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
এদিকে একই দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় একটি পিকআপের গতিরোধ করে তিন ছিনতাইকারী চালক ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ উপজেলার বাইমহাটি গ্রামের ইমরান মিয়া ওরফে স¤্রাট (৩২) একই উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রামের জাহিদ (৩০) কে ছিনতাই হওয়া ২৫ হাজার টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ছোরাসহ গ্রেপ্তার করা হয়।
অপর দিকে একই দিন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের সাহাদত হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুড়িগ্রাম জেলার চিলমারী থানার চর মাদাফৎ কালিকাপুর গ্রামের সাগর আলী (৩৫) ও মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া গ্রামের সাহাদত হোসেন (৩০) কে গ্রেপ্তার করে।
এই বিষয়ে তাদের নামে পৃথক আইনে তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সহকারী পুলিশ সুপার এসএম মুনসুর মুসা জানিয়েছেন।