মির্জাপুরে বংশাই নদীর ভাঙনরোধে ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন


টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙনরোধে একাধিক স্থানে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ফতেপুর ও মহেড়া ইউনিয়নে একাধিক স্থানে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারুয়ার, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারুয়ার জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের সুতানড়ি, মহেড়া ইউনিয়নের হিলড়া এক টাকার বাজার ও লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া এলাকার ভাঙনরোধে প্রায় এক কোটি টাকার জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
উল্লেখ, গত ৩১ জুলাই সংসদ সদস্য খান আহমেদ শুভ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মির্জাপুরের ফতেপুর, মহেড়া, লতিফপুর ও পৌর এলাকার নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয়র ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।