টাঙ্গাইলের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, রোববার, ২৪ জুলাই ২০২২ | ৩৯৯

“নিরাপদ মাছে ভরবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,উদ্বোধন অনুষ্ঠান,আলোচনা সভা,পুরুস্কার বিতরণ ও পোনা অবমুক্ত করা হয়েছে।  

রোববার (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে শিল্প কলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠিত হয়।  

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিম সুপার সরকার মোহাম্মদ কায়ছার,পৌর মেয়র সিরাজুল হক আলমগীর,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা রানায়ারা খাতুন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী,সফল উদ্যোক্তা এই রকম তিনজনের হাতে পরস্কার তুলে দেওয়া হয়।