গোপালপুরে ১৩ হাজার পরিবার মাঝে টিসিবির পণ্য বিক্রয় শুরু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ | ৩৮০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন জায়গায় সরকারি ভর্তুকি কৃত টিসিবির ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কার্ড ধারীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু।

তারাই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে(৫ জুলাই) মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপালপুর পৌরসভার সহ ৭ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১৩ হাজার ১৩ পরিবারের মাঝে  কার্ড ধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়।

এ সময় গোপালপুর পৌরসভায় টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।