টাঙ্গাইলে ২ ছিনতাইকারী আটক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, রোববার, ১৯ জুন ২০২২ | ৩৮০

টাঙ্গাইল পৌর শহরে ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের রনির ছেলে বাবুল (২৮), একই গ্রামের আলী হোসেনের ছেলে ছোটন (১৮)। এসময় স্টীলের তৈরি ২টি সুইচ গিয়ার, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে, তাদের সুযোগ সুবিধামত দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।