টাঙ্গাইলে হুকমতে রব্বানিয়া সমিতির সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত হুকমতে রব্বানিয়া সমিতির উদ্যোগে আয়োজিত বরুবিয়াত মতাদর্শ অনুশীলন ও প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সন্তোষের ঐতিহাসিক দরবার হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ ইরফানুল বারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল ল'কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, মোহাম্মদ হোসেন, মাহমুদুল হক সানু, হাসরত খান ভাসানী, কবি আল রুহী, আলিমুদ্দিন তালুকদার, ভাসানী গবেষক শরিফুল ইসলাম ভূঁইয়া ও আজাদ খান ভাসানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মুহাম্মদ আজাদ খান।
সমাবেশে মওলানা ভাসানী গবেষক, ভক্ত-মুরিদান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।