ধনবাড়িতে জনঅবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


টাঙ্গাইলের ধনবাড়ীতে জনগণকে তথ্য অধিকার আইন -২০০৯ এ আরও সচেতন করতে জনঅবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশসন ও তথ্য কমিশনের আয়োজনে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো. আসলাম হোসাইন।
এ সময় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন-নাহার লিনা বকল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ, পল্লী বিদ্যুতের ডিপুটি জেলনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম খান, কলেজ শিক্ষক ইকবাল হোসেন তালুকদারসহ অনেকেই।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিজন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, তথ্য অধিকার আইন -২০০৯ অনুয়ায়ী তথ্য জানার অধিকার সকল নাগরিকেরই রয়েছে। বিষয়টি জনগণকে জানাতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।