মির্জাপুরে প্রধানমন্ত্রী উপহারের ঘর পেল ১৮ পরিবার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭ পিএম, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ৪১২

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার হিসেবে ১৮ দরিদ্র পরিবার ঘর ও জমি পেল। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতনে এসব পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুরস থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, সিরাজুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারা দেশে এক যোগে এই জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। 

তৃতীয় ধাপে জমি ও ঘর পাওয়া নরদানা গ্রামের শরিফুল ইসলাম বলেন, আগে সরকারি জায়গায় ঘর তুলে থাকতাম। এখন সরকার জমিসহ ঘর দিয়েছে এটা আমার জীবনে একটি বড় পাওয়া।

উপকারভোগী করম আলী (৭০) বলেন, তরফপুরে আমি জমি ও ঘর পাইছি। এই শেষ বয়েসে পরিবার নিয়া নিজের ঘরে থাকুম এইডা মনে অইয়া খুব ভাল লাগতাছে।

এদিকে তিন ধাপে ৩২৫ পরিবারসহ আশ্রয় কেন্দ্রে বসবাসরত ৫৮৪ পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।