টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৪২৩

টাঙ্গাইলের কালিহাতীতে  ট্রাক চাপায় রেজাউল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। 

রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। 

আহতরা হলেন- একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলী পাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

জানা যায়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেল বহর  নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। মহাসড়কের পৌলীর আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। অপর দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন  ট্রাক চাপায় রেজাউল  ইসলাম নিহত এবং দুই জন আহত হয়েছেন। ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। আইনী প্রকিৃয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।