মির্জাপুরে সমবায়ীদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে সভা


সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি এই শ্লোগানকে আরও বেগবান করে সমবায়ীদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে জেলার সমবায় অফিসারদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। টাঙ্গাইল জেলা সমবায় অফিসার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. রুহুল আমীন।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জল, ঢাকা বিভাগীয় অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা ডেপুটি সমবায় অফিসার মো. ফজলুর রহমান প্রমুখ।
সভায় জেলার ১২টি উপজেলার সমবায় অফিসারগণ উপস্থিত ছিলেন।