মির্জাপুরে জঙ্গল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে চায়না আক্তার (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চায়না আক্তার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দ্বিতীয় রোজায় ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয় চায়না।
বুধবার পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোঁজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাখাওয়াত হোসন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।