সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৫৯ পিএম, শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | ৫৪৭

 টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, কবি আশরাফ চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম, লুৎফর রহমান মতিন কলেজের প্রভাষক কাশীনাথ মজুমদার পিংকু, স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, মাওলানা ভাসানী কলেজের প্রভাষক মীর ফাহমিদা জেরিন নীলা, দৈনিক কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, সৃষ্টি একাডেমিক স্কুলের চারুকলার শিক্ষক আবদুল মতিন তালুকদার প্রমুখ।

স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সময় তরঙ্গ’র সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু ও নির্বাহী সম্পাদক সুজয় দেব।