বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন
আগামী বছরই বাধের নির্মাণ কাজ শুরু হবে


টাঙ্গাইল সদর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন, প্রতিবছর যমুনা নদীর তীব্র ভাঙ্গানের ফলে শতশত ঘরবাড়ী ও আবাদি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। যমুনা নদীর স্রোত প্রবল হওয়ায় আরো বেশি ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি এই ভাঙ্গান রোধ করার। ইতি মধ্যে বাধ নির্মানে সকল কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আগামী বছরই নতুন বাধ নির্মান কাজ শুরু করবো। আলাহ তাওয়ালা সহায় আছেন কাজেই হতাশ হওয়ার কিছু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
কাকুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যমুনা নদীর পানি বৃদ্বির ফলে কাকুয়া ইউনিয়নের প্রায় সবকটি প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়েছে।
এ সময় তিনি চরপৌলি, গোপাল কুটিতে আশ্রয় নেওয়া বন্যাদূগর্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও সপ্তাহব্যাপী খাবার আয়োজন এবং গবাদিপশুর জন্যও তিনি গোখাদ্য ব্যবস্থা করেন।
একই দিনে সংসদ সদস্য হুগড়া ইউনিয়নে বন্যাকবলিত প্রায় ৪ শতাদিক ভানবাসি মানুষদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতারন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক শাজাহান আনসারী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম খান, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।