বন্যা কবলিত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছানোয়ার হোসেন

পারভেজ হাসান
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭ | ৬৪০

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বন্যাকবলিত মানুষদের বলেন আল­াহ উপর ভরসা রাখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে।

বিপদে ধৈর্য হারাবেন না,বন্যা একটি প্রাকৃতিক দৃর্যোগ সাহসিকতার সাথে বন্যার মোকাবেলা করুন আমরা আপনাদের পাশে আছি। আমাদের পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী রয়েছে কাজেই নিরাশ হয়েন না ।

আপনাদের প্রতেকেই দুই এক দিনের মধ্যেই সরকারী ত্রাণ পেয়ে যাবেন । প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশেই আমি আপনাদের কাছে ছুঁটে এসেছি।

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বন্যাকবলিত মানুষদের তার ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ ও ত্রাণ বিতারনের সময় তিনি এসব কথা বলেন। গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ।

এরই মধ্যে যমুনা নদীর নলীন পয়েন্টে ১৪০ ও যমুনার শাখা ধলেশ্বরী নদীর বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের প্রায় ২০-২৫টি গ্রাম নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে। এর ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

গ্রামগুলোর ফসলি জমি নষ্ট হওয়াসহ নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। বসবাসের ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছে সড়কসহ বিভিন্ন প্রতিবেশীর উঁচু বাসা বাড়িতে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন মোঃ আমির“ল ইসলাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেত্ববৃন্দ।