একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক
বঙ্গবন্ধু আমাকে তিনটা জিনিস দিয়েছেন


মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক আলোচনা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা ফজলুর রহমান খান ফারুক বলেন, বঙ্গবন্ধুর আমাকে তিনটা জিনিস দিয়েছেন।
১ম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি। লক্ষ মুক্তিযোদ্ধাদের আমি একজন, নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। ২য় স্বাধীনতার পর এই দেশের সংবিধান রচনা জন্য গণপরিষদের সদস্য। বাংলাদেশের সংবিধান আমরা রচনা করেছিলাম, এর চেয়ে গৌরব আর কি হতে পারে। ৩য় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে পার্লামেন্ট গঠন হয়, তিনি আমাকে তার সদস্য বানিয়েছিলেন।
সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এ, এস, এম, সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।