দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৯ পিএম, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ | ৩৭৬

টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের  যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদের সামনে থেকে এক  বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন , অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ বাহালুল খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার ।