শহর আ.লীগ নেতা লিটনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, সোমবার, ৭ মার্চ ২০২২ | ৪৪৯

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক জাকির হোসেন লিটন এর উপর সন্ত্রাসীর হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের নেত্ববৃন্দ।

সোমবার ( ৭ই মার্চ) দুপুরে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে শহর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক ( প্রস্তাবিত) জাকির হোসেন লিটন তার বিশ^াস বেতকা নিজ বাসার সামনে মুখোঁশ পড়া কিছু সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে এলোপাথারি কুপিয়ে তাকে মারাত্বক ভাবে আহত করে। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের পক্ষে থেকে এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিন্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।