টাঙ্গাইলে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, সোমবার, ৭ মার্চ ২০২২ | ৪৯২

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। 

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল- সখিপুর) ৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

এসময় বক্তরা বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চ ভাষণ এই দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। এই ভাষণকে কেন্দ্র করে স্বাধীনতার চূড়ান্ত মঞ্চ গড়ে উঠে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর ভাষণ সর্ম্পকে গুরুত্ব দেয়ার আহবান জানান। 

পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এর আগে দুপুরেই শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।