কুমুদিনী সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, বুধবার, ২ মার্চ ২০২২ | ৪৩৫

টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২১-২২ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ বুধবার সকালে কলেজের প্রত্যেকটি ক্লাসে একযোগে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্যাহ্ তালুকদার, ভর্তি কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রানেশ রঞ্জন রায়।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবছর বিজ্ঞান বিভাগে ৬০০, মানবিক বিভাগে ৭৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।