ভূঞাপুরের সাংবাদিক খাইরুলের পিতার মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, শনিবার, ১১ জুলাই ২০২০ | ৪৭৬

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি খায়রুল খন্দকারের পিতা আলহাজ্ব খন্দকার নুরুজ্জামান বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

শুক্রবার (১০ জুলাই) রাত ৯ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার (১১ জুলাই) সকাল ১০ টায় রুহুলী নূরানী হাফেজিয়া কবরস্থান মাদরাসা মাঠে জানাযা শেষে রুহুলী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক খায়রুল খন্দকারের পিতা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিকের পিতার মৃৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।