টাঙ্গাইলে দুই উপজেলায় প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ | ৩২৯

টাঙ্গাইলের দুইটি উপেজলায় প্রবাসীদের নিরাপত্তার জন্য সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

বুধবার বিকেলে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপের উদ্বোধন করে জেলা প্রশাসক আতাউল গনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামরু’র ডিরেক্টর প্রোগ্রাম মেরিনা সুলতানা, প্রকল্প পরিচালক নুসরাত মাহমুদ, মাঠ সমন্বয়কারী নাজমা আক্তার, প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী, উইনরক ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজেশন ম্যানেজার আকিব আনোয়ার প্রমুখ।

সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে যারা উপার্জনের উদ্দেশ্যে বিদেশ যেতে চাইছেন বা বর্তমানে বিদেশে কর্মরত আছেন তাদের শ্রম অভিবাসনে প্রতারণা বা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে চালু করা হয়েছে ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ্লিকেশন। সে লক্ষে প্রাথমিকভাবে টাঙ্গাইলে টাঙ্গাইল সদর এবং কালিহাতী উপজেলায় এ অ্যাপ চালু করা হয়।

পর্যায়ক্রমে সকল উপজেলায় এ অ্যাপের কার্যক্রম চালু করা হবে। এই অ্যাপে একজন অভিবাসী কর্মী তার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, কাজের দক্ষতা- ইত্যাদি যোগ করে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তৈরি করতে পারবেন। যা অভিবাসী কর্মীকে তার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বিদেশে চাকরি পেতে সহায়তা করবে।  সে কেউ সহজেই ঘরে বসে এই অ্যাপে ব্যক্তিগত তথ্য দিতে পারবেন।

ভবিষ্যতে কেউ বিদেশে গিয়ে অনিয়মিত হলে এখানে রাখা সফট কপি ব্যবহার করে সেসব কাগজপত্র উদ্ধার করতে পারবেন। আবার সাব-এজেন্ট/এজেন্সি দ্বারা প্রতারিত হলে এসব ডক্যুমেন্ট ব্যবহার করে আইনী প্রতিকার চাইতে পারবেন।