নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ


টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নাগরপুর বাজার রিক্সা স্ট্যান্ডে সংস্থার অফিস থেকে ল্যাব ওয়ান হাসপাতালের সৌজন্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি নুরুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান শাহীন, এডভোকেট আশরাফুন নাহার স্বপ্না, একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সকল সদস্যসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।