সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার টাকা উধাও, ভেতরে নেই সিসি ক্যামেরা

ভূঞাপু্র (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, রোববার, ২০ ফেব্রুয়ারী ২০২২ | ৪৪৫
টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের ৯৬ হাজার টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগী গ্রাহকের নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামছুল হক। তার বাড়ি জেলার গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
 
মুক্তিযোদ্ধা শামছুল হক জানান, জমি বিক্রির বায়নাপত্র ৫ লাখ টাকা নিয়ে ভূঞাপুর শাখার সোনালী ব্যাংক জমা রাখতে যাই। সেখান থেকে ৪ লাখ টাকা ব্যাংক জমা দেয়ার জন্য লাইনে দাঁড়াই।
 
জমা দেওয়ার পর রিসিভ কপি পকেটে রাখার সময় দেখি পকেটে কোন টাকা নেই। পরে এ ঘটনায় দুপুরে ভূঞাপুর থানায় টাকা হারানোর ঘটনায় জিডি করি। 
 
এদিকে, ব্যাংকের বাহিরে সিসিসি ক্যামেরা থাকলেও ভেতরে কোন সিসি ক্যামেরা নেই বলে জানান কর্তৃপক্ষ। ফলে ব্যাংকের ভেতরে প্রায়ই টাকা উধাওয়ের ঘটনা ঘটে বলে জানান গ্রাহকরা।
 
এ ঘটনায় ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নূরুল ইসলাম জানান, টাকা হারানোর বিষয়টি ভুক্তভোগী ব্যক্তি জানিয়েছেন। হয়তো অন্য কোথাও হারাতে পারে। তিনি বলেন- ব্যাংকের ভেতরে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা বসানো হবে।