নদীর পার কেটে মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা 

মির্জাপুর ( টাঙ্গাইল)  প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৯ পিএম, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ | ৪২০

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পার থেকে মাটি কেটে বিক্রির অপরাধে দুই মাটি ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সারোটিয়া পরিচালনা করেন ভাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। 

নদীর পার তেকে মাটি কেটে বিক্রির অপরাধে ইচাইল গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে ফজলুর রহমান ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানিয়েছেন।