প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ | ৪০৮
টাঙ্গাইলের ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ ও বিক্রি করার অপরাধে তিন চাল ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।
 
ভ্রাম্যমাণ আদালতে আলম মন্ডলকে ১০ হাজার, আব্দুল গফুরকে ১৫ হাজার ও আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইশরাত জাহান জানান, পাটজাত পণ্য ব্যবহার না করায় ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়ে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।