ঘাটাইলে বিআরডিবি'র  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ | ৪০৩
টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় ২০২০-২০২১ অর্থ বছরে আয়-ব্যয় হিসাব পেশ করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানিয় সাংসদ আতাউর রহমান খান।
 
আরডিবি চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখানে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, বিআরডিবি উপপরিচালক এস এম জুয়েল আহমেদ, ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কাজী আরজু,উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতান, উপজেলা সমবায়  অফিসার মো.ওয়াজেদ আলী সহ উপজেলা  সমবায় সমিতি উন্নয়ন অফিসার মো.জাফর উল্লাহ। 
 
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরুষ্কার প্রদান কর।