ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ | ৩৬১
“পুষ্টিমেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও প্রাণীসস্পদ প্রদর্শনী মেলা করেছে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।
 
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা  অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।
 
মেলায়  বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।