মির্জাপুরে সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৮ পিএম, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ | ২৩৭৫

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা- লাউহাটী সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা বারটার দিকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এ উপলক্ষে পাকুল্যাতে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামুর্কী ইউনিয়ন আ.লীগের সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির ও সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ রেজাউল কমিরম জরিপ প্রমুখ।

সড়কটির ৯.৬৫ কিলোমিটার সংস্কার কাজ আরটিআইপি-২ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয়েছ ৭ কোটি ৪৮ লাখ ১৫ হাজার ৭৬ টাকা।