মওলানা ভাসানীর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ | ৫৪৯
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষে শনিবার সকাল ৯ টায় মওলানা ভাসানীর মাজারে ভাসানী পরিষদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। 
 
এসময় ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ.আজাদ সোবহানী আল ভাসানী, সদস্য ও মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানী পরিষদের সাবেক সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান খান, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।