মির্জাপুরে নবনির্বাচিত সাংসদকে যুবলীগ ও ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ | ৭৬৯

টাঙ্গাইর-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনের বিজয়ী সাংসদ খান আহমেদ শুভকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগ, উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

কলেজ রোডস্থ আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে নবনির্বাচিত সাংসদ খান আহমেদ শুভকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজহারুর ইসলাম ও আবিদ হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্দাাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফোয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকীল আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।